বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ঔন করবে না।

Published By Momin Khan | 11 April 2025, 04:53 PM

Article Image
বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ঔন করবে না। । ছবি: বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ঔন করবে না।
Copyright Receive By: Mominkhanpk3691@gmail.com

বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানকে ঔন করবে না।

বরঞ্চ ভবিষ্যতে এমন দিন আসবে, তারা এই বিপ্লবকে মক করবে।
৭ জানুয়ারির নির্বাচনের আগে ২৮ অক্টোবর ৭ মিনিটে তারা ধরাশায়ী হয়েছিলো যখন, তখন সারা দুনিয়ার অনেক বড় বড় শক্তি তাদের সমর্থন দিয়েছিলো।

এই বিপ্লব তাদেরকে মুক্তি এনে দিয়েছে, একই সাথে এনে দিয়েছে লজ্জা। আর অনেকটা ফ্রি'তেই 'প্রায় ক্ষমতায়' এনে দিয়েছে।
কিন্তু আত্মবিশ্বাস নাই। ফলে আবার ক্ষমতার বাইরে ছিটকে পড়ার যাওয়ার আশংকায় কাতর।

তারা পড়ে গেছে একটা প্যারাডক্সের মধ্যে। তাদের কাজকর্ম, কথাবার্তায় অস্থিরতা। তারা নিশ্চয়তা চায়। লুটপাটের লাইসেন্সটা পার্মানেন্ট হোক সেটা চায়।

ফলে দ্রুতই তাদের জনপ্রিয়তা ধ্বসে যাচ্ছে। কিছুদিন পর তারাও যদি ভোট চুরির প্ল্যান করে, অবাক হবার কিছু থাকবে না। এক্সপেরিয়েন্সড ভোটচোর আমলারা তো আছেই।

আর ছাত্ররা তাদের ক্ষুদ্র মানসিকতা থেকে বেরোতে পারলো না। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। কিন্তু তাদের রাজনীতি অন্য কেউ করে ফেলতে পারে সেটা নিয়ে তাদের টেনশনের শেষ নাই। দেখে মনে হয় সন্দেহপ্রবন অনুদার একটা কাল্ট।

বদ্ধ ঘরে প্রশাসনের সহায়তায় তারা মিটিং করে দেশ উদ্ধার করে ফেলতে চায়৷ আর নানান জায়গায় বিএনপির কাছে ধরাশায়ী হয়ে এখন তারাও রাগ, অভিমান আর অভিযোগকেই রাজনীতি হিসাবে ধরে আগাচ্ছে।
রাজপথ আর জনগণ — দুই-ই তাদের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।

ফলে আগামী নির্বাচন হতে পারে শেষ পর্যন্ত একটা নেগোসিয়েশনের নির্বাচন।
আমি নেব কিছু আর তুমি নেবে কিছু।
নেগোসিয়েশন খারাপ কিছু না। কিন্তু শহীদের রক্তের দাগ শুকাবে না।

তবে আরেকটা সম্ভাবনা আছে৷ নতুন আরেকটি দল হয়ত আচমকা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অনেকগুলো ছোট ছোট দল, গোষ্ঠী এদিকে-সেদিকে গড়ে উঠছে। অনেকগুলো পাখির বাচ্চা। কে জানে, এর মধ্যে একটা হয়ত ঈগলের বাচ্চা৷
সেটা হলেই ভালো হবে।

মুরাদ কিবরিয়া
২৭ ডিসেম্বর ২০২৪

আমার বাংলাদেশ 🇧🇩❤️🇵🇸
#FreePalestine