খালেদ মহিউদ্দিন সেদিন শিশির মনিরকে প্রশ্ন

Published By Imran Hossain Ontor | 14 December 2025, 08:56 PM

Article Image
খালেদ মহিউদ্দিন সেদিন শিশির মনিরকে প্রশ্ন । ছবি: খালেদ মহিউদ্দিন সেদিন শিশির মনিরকে প্রশ্ন
Copyright Receive By: Leaderontor@hotmail.com

খালেদ মহিউদ্দিন সেদিন শিশির মনিরকে প্রশ্ন করেছিলেন—জামায়াত ক্ষমতায় গেলে ১৬ ডিসেম্বর পালন করবে কি না। আজ সারাদেশে জামায়াত আনন্দঘন পরিবেশে বিজয় মিছিল করেছে। দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছে। ক্ষমতায় গেলে এই দিনটি তারা আরও সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে পালন করবে—এমনটাই আশা করা যায়।