জিয়া সাইবার ফোর্স — তথ্যের যুদ্ধে সত্যের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

Published By Mohammad Ziaur Rahman | 24 March 2025, 04:49 AM

Article Image
জিয়া সাইবার ফোর্স — তথ্যের যুদ্ধে সত্যের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। । ছবি: জিয়া সাইবার ফোর্স — তথ্যের যুদ্ধে সত্যের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
Copyright Receive By: sumaiyaontor40@gmail.com

জিয়া সাইবার ফোর্স (ZCF) — বিএনপি’র ডিজিটাল প্রতিরোধ ও তথ্যযুদ্ধের অগ্রভাগে!

বাংলাদেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার সংগ্রামে এখন শুধু মাঠে নয়, অনলাইনেও গড়ে উঠেছে প্রতিরোধ।
এই প্রতিরোধের অন্যতম ডিজিটাল শক্তি হলো জিয়া সাইবার ফোর্স (ZCF) — বিএনপি'র তথ্য-প্রযুক্তিনির্ভর একটি সাহসী ও সংগঠিত টিম।

ZCF কী করে?
ZCF হলো একদল দেশপ্রেমিক তরুণ, যারা সোশ্যাল মিডিয়া ও সাইবার প্ল্যাটফর্মে সরকারবিরোধী অন্যায়, দুর্নীতি, দমন-পীড়নের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তোলে। এরা সত্য উদঘাটন করে, ভুয়া প্রচারণা প্রতিহত করে এবং বিএনপি ও গণতন্ত্রের পক্ষে ডিজিটাল লড়াই চালিয়ে যাচ্ছে।

আমাদের কাজের ক্ষেত্র:
✔️ তথ্য সংগ্রহ ও যাচাই
✔️ সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া
✔️ সরকারী অপপ্রচারের বিপরীতে সত্য উপস্থাপন
✔️ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ
✔️ অনলাইন ও অফলাইন ক্যাম্পেইন পরিচালনা

ZCF-এর বৈশিষ্ট্য:
🔹 প্রযুক্তিতে দক্ষ ও প্রশিক্ষিত টিম
🔹 তথ্যনির্ভর ও আদর্শভিত্তিক অবস্থান
🔹 ২৪/৭ ডিজিটাল নজরদারি ও কার্যক্রম
🔹 দেশের প্রতিটি কণ্ঠস্বরকে পৌঁছে দেওয়ার লড়াই

আপনি যদি বিশ্বাস করেন সত্য বলাই সাহসের পরিচয়, তাহলে ZCF আপনার জন্য।
✅ প্রযুক্তি জানেন?
✅ সত্যের পক্ষে কণ্ঠ তুলতে চান?
✅ ডিজিটাল বাংলাদেশে সঠিক ইতিহাস ছড়াতে চান?

তাহলে আজই যুক্ত হন ZCF-এ!
📩 ইনবক্স করুন বা আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হন
#ZCF #ZiaCyberForce #BNP #DigitalResistance #TruthMatters #StandForDemocracy

জিয়া সাইবার ফোর্স — তথ্যের যুদ্ধে সত্যের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।